উপেক্ষার সাদা ফুল
১.
টবের কিনারে উপেক্ষার সাদা ফুল
তুমি অবহেলা শব্দে এড়িয়ে যাও যাদের
বোকা বেবাকভুলো আহাম্মক প্রজাপতি উড়ে আসে বারবার
কতবার বলেছি,
ভালোবাসো প্রিয় আমিও যেকোনো দিন তোমাকে অমর করে দিতে চলে যেতে পারি
২.
কোনো দাবি দাওয়া নেই
কোনো সাধ্য সঙ্গতি নেই
তবু সাধ অবধি আমরা যারা বাড়িয়ে দিই কাঙাল হাত
জলাশয় পেলে
পুরুষেরা সাঁতার ভুলে যায়
তারাই তো এসব অহেতুক প্রবাদের নীচে দাঁড়িয়ে
জল জমায় ,জল জমায় চোখের কোটরে।
1 Comment
দেবব্রত মল্লিক · জুলাই 18, 2020 at 11:52 অপরাহ্ন
ভালো লাগলো