উপেক্ষার সাদা ফুল

বৈশাখী রায় চৌধুরী on

upekkhar_sada_ful

১.
টবের কিনারে উপেক্ষার সাদা ফুল
তুমি অবহেলা শব্দে এড়িয়ে যাও যাদের

বোকা বেবাকভুলো আহাম্মক প্রজাপতি উড়ে আসে বারবার
কতবার বলেছি,

ভালোবাসো প্রিয় আমিও যেকোনো দিন তোমাকে অমর করে দিতে চলে যেতে পারি

২.
কোনো দাবি দাওয়া নেই

কোনো সাধ‍্য সঙ্গতি নেই

তবু সাধ অবধি আমরা যারা বাড়িয়ে দিই কাঙাল হাত

জলাশয় পেলে
পুরুষেরা সাঁতার ভুলে যায়

তারাই তো এসব অহেতুক প্রবাদের নীচে দাঁড়িয়ে
জল জমায় ,জল জমায় চোখের কোটরে।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


বৈশাখী রায় চৌধুরী

জন্ম ১৯৯১ সালে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরে। পড়াশুনো বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে স্নাতক ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তীর্ণ। বর্তমানে একটি কলেজে অধ‍্যাপনার কাজে নিযুক্ত। লেখালেখির জগতে প্রবেশ 'অপর্দাথের আদ্যাক্ষর ' পত্রিকার হাত ধরে। প্রকাশিত বইঃ 'নৈঃশব্দ্যের চেকপোস্ট' প্রকাশিত ২০১৭ কলকাতা বইমেলায়, "নিস্তব্ধ হাততালির দেশ" (২০২০) । এছাড়াও বহু পত্র পত্রিকার দীর্ঘ দিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত।

1 Comment

দেবব্রত মল্লিক · জুলাই 18, 2020 at 11:52 অপরাহ্ন

ভালো লাগলো

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।