Nicanorr Parra-র কবিতার ভাষান্তর
একাশিয়া
বেশ কিছু বছর আগে
একাশিয়া ফুলে ঘেরা
ফুটপাথে হাঁটতে হাঁটতে
এক সবজান্তা বন্ধু
তোর বিয়ের কথা জানিয়েছিলো
আমি তাকে বলেছিলাম
আমার কিছু এসে যায় না
আমি তোকে ভালোবাসি না,
তুই সেটা
আমার থেকেও ভালো করে জানিস
কিন্তু তবুও:
যখন একাশিয়া ফুল ফোটে
বুকের কোনে সজোড়ে লাগে
যেমন লেগেছিলো
যখন প্রথম শুনেছিলাম
তোর বিয়ে হয়ে গেছে
কবরস্থান
সমাধিটার সামনে
হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন
বয়স্ক সম্ভ্রান্ত দাড়িওয়ালা লোকটা
একটা চোখ হালকা মেলতেই
আশেপাসের লোকেরা
তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল
একজন তাঁর নাড়ি পরীক্ষা করলো
অপরজন তাঁকে হাওয়া করতে শুরু করলো
ও, আর একটা উল্লেখযোগ্য কথা
একজন মহিলা ,তাঁর গালে
একটা চুমু দিয়ে গেল
- নিকানো পারা একজন চিলিয়ান কবি। তিনি বিরুদ্ধ কবিতার প্রবক্তা। গনিতজ্ঞ এই কবি বিংশ শতাব্দির অন্যতম প্রভাবশালী।
1 Comment
সন্দীপন দত্ত · জুলাই 17, 2020 at 6:21 অপরাহ্ন
ভালো লাগল