রেনকোট
স্টেশনের অন্য প্রান্তে নিভে আসে রোশনাই, আলো
একে একে বন্ধ হচ্ছে চাইনিজ, রোলের দোকান
ঝিরিঝিরি বৃষ্টি। এর থেকে চলে যাওয়া ভালো
আমারও জেদ ছিল, তুমিও বোঝোনি অভিমান
তোমাকে দেখেছিলাম রাতভর আশরীর ভিজে
একটানা ফুঁপে ফুঁপে উপচানো রেলধার, ঝিল
কোথাও যাওয়ার নেই, আশ্রয় হারিয়েছি নিজে
‘তেরে বিনা গুজারা, অ্যায় দিল হ্যায় মুশকিল’!
কতটা একা থাকে সিগন্যাল, মফঃস্বল নিভে গেলে
নেভা উনুনের থেকে ওম নেয় বন্ধ শাটার
কি জানি কথা ছিল? রেখে গেছ হাতব্যাগে ফেলে
আমি সেই একা বসে ব্রিজ খেলা স্টেশন মাস্টার
এসব অপেক্ষার লিখিত প্রমাণ নেই কোনো
সেলাই করেছে তাকে জলভরা ছেঁড়া পথঘাট
আঙুল সুতোয় বাঁধা। দাবী তার করিনি কখনো
যদি লিখে দিতে বলো, আমি দেব ঘুমের মলাট
সে সুখ অসহ্য জানি, যেখানে লুকিয়ে থাকে ক্ষত
স্টেশন ঘুমিয়ে গেলে প্ল্যাটফর্ম জুড়ে থাকে জল
ফিরে গেছে পাখিগুলো বুড়ো ডাকপিওনের মত
ফ্ল্যাটবাড়ি জমে জমে নুয়ে গেছে বোবা মফঃস্বল
তারপর ফিরে যাও। মরে যায় বৃষ্টির তেজ
জলে ভাসা চারপাশ, জমে থাকা হাজার মেসেজ
আরও কিছু কথা বাকী, আরও কিছু অভিমান, রাগে
সামান্য জল তবু। তোমার চোখে অসামান্য লাগে!
1 Comment
Ajanta Bagchi · অক্টোবর 16, 2019 at 10:26 পূর্বাহ্ন
Izazat সিনেমা টা মনে পড়ে গেলো গুলজার সাহেবের।শেষের লাইন?।