সোহেল ইসলাম-এর গুচ্ছ কবিতা
আবির মাখা কুঁড়ি
যুদ্ধে বাহাদুরী
১.
রঙ লাগল আঙুলে তার
মুখর হাওয়া
হাতের ছোঁয়া পেয়ে
আবির তুমি আবার কেন
ডাক পাঠালে
বাউল গান গেয়ে
ভালোই ছিল আবছা ছায়া
মনখারাপে
চিলেকোঠার সিঁড়ি
জীবন বুঝি নকশা করা
রঙ লাগান
কাঁঠাল কাঠের পিঁড়ি
সামান্য যা,ভাবব শুধু
লিখব কেন ?
দেয়াল লিখে লিখে
কে কবে তার মন পেয়েছে
প্রেম পেয়েছে
কাবাব বেঁধা সিকে
কৃষ্ণচূড়া আমাকে তুমি
রিক্ত করো
ছড়িয়ে দাও রঙ
এক জীবন রহস্যময়
মৃত্যু নিয়ে
ফিরব না বরং
২.
ঘড়ির ওই ছোট্ট কাঁটা
সময় এনে
পাড়িয়ে দিল ঘুম
ও বসন্ত,মধ্যরাতে
হটাৎ কেন
চমকে উঠলাম
কারণ নেই,বারণ নেই
রাস্তা ফাঁকা
বিকেল গুলো যায়
স্বপ্নে যারা রঙ মাখল
বন্ধুহীন
আমার দলটায়
ভিড় বাড়াল সেই সিঁড়িতে
অন্ধকারে
জলের ছলাৎছল
পলাশ ফুল,অনেক দূরে
রঙ মাখছে
আমার অবিকল
1 Comment
Soyeb Mahammad · এপ্রিল 15, 2019 at 10:06 অপরাহ্ন
Khub Sundar hoyeche Dada