একগুছ কবিতা
কাহ্নর হাড়
অনিদ্রার বীর্যদাগ সাদা পৃষ্ঠায়
আয় আয় অক্ষরকাম গুটি গুটি পায়
নগ্ন হয়ে হাঁটি আর নগ্নতাকে চাটি
চাটিল কেন তুলে ধরে ভিখারির বাটি
কাদামনে লালারক্তঘামহিংসাক্লেদ
কাব্যের কঙ্কালে শুধু জমা হয় মেদ
বেদনার ছুরিকা অনিদ্রায় বাড়ে
কায়া তরুবর কাহ্নের হাড়ে
ঈভ
অতিপ্রাচীন এক গুহায় বসে জটপড়া মাথার এক সন্ন্যাসীর সাথে
সেদিন বাক্যালাপ হল, তিনি হয়তো পৃথিবীর প্রথম পুরুষ যিনি
কাব্যসাধনার জন্য ক্ষণসংসারের পরিমণ্ডল থেকে বেরিয়ে এসেছিলেন
কাব্যানুসন্ধান এখনও শেষ হয়নি বলে মরতেও পারেননি, তাঁর
মতে কবিতার উৎস ব্যর্থতা সবই মেয়েমানুষে, বীর্যবান মৈথুনে
ফুটিফাটা লিঙ্গ দিয়ে কত সক্ষম কবিতা লিখব বলো আর…
গাধা
পৃথিবী জতুগৃহ ; চক্রব্যূহ
ডিম , অধিকন্তু হিম , সাদা
পোকামাকড় সমূহ
ছাড়তে তো পারছ না তবু , গাধা !
সাপ
কী দেখছ , ওই দ্যাখো , কালো কুচকুচে সাপ ঝুলছে আঙুর
গাছে ; রেললাইনের মাঝে সারি সারি লাশ দিগন্ত দিগন্ত হা করে
চেয়ে আছে গাঢ় লাল লাল থোকা থোকা আঙুরফলের দিকে…
তুমি , ওগো প্রিয় ; ওই সাপটির হাতে গুঁজে দিও সেই রুগ্ন কলম
1 Comment
Megh Santanu · এপ্রিল 21, 2020 at 11:20 অপরাহ্ন
ভালো লাগলো