তিনটি কবিতা
১
পুরোনো সম্পর্কের ভেতর বসে থাকি আমরা।
মুখোমুখি। দিগভ্রান্ত।
বাইরে বোবা পালক ওড়ে।
ওড়ে দূরাগত বৃষ্টির বাষ্প।
কাউকে কেউ হারাতে না পারার যন্ত্রণায়,
নুয়ে থাকি আমরা।
ঝুঁকে থাকি।
পরস্পর।
২
ভালোবাসার কোনোও অর্থ নেই,
বুঝে নিতে নিতে মানুষ রাস্তায় নামে।
কারও হাতে পতাকা,
কারও হাতে অস্ত্র।
যারা মধ্যরাতে শান দেয় তলোয়ারে,
মধ্যবসন্তে রক্তে হোরি খেলবে শপথ নেয়
তারাও মানুষ।
কেউ কাউকে ভালোবাসে না।
ভায়োলিন একাকী বেজে চলে…
৩
স্বোপার্জিত দ্রোহে ক্ষোভ আঁটে না।
তাই ঘৃণার চাষ করি।
ঘৃণা ছড়াতে ছড়াতে ক্লান্ত হলে,
কোনোও কোনোও চোখ রাতের ঘুম বরবাদ করে।
আমরা সবাই হিংসা বেছে নিয়েছি,
যে যার মতো করে।
স্বীকার করি না।
2 Comments
রাহেবুল · এপ্রিল 24, 2020 at 11:50 পূর্বাহ্ন
সহজ উচ্চারণ… সরল বুনন … সময় কথা বলছে।
সোহেল ইসলাম · মে 16, 2020 at 3:51 অপরাহ্ন
ভালো লেখা সবগুলোই, তবে ২ মারাত্মক ভালো