উত্তর দক্ষিণ

uttar-dakshin-feature

উত্তর-দক্ষিণ -এর আত্মপ্রকাশ হয় ২০০৫ সালে। কবিতার পাক্ষিক হিসেবে শুরু করলেও পরবর্তীতে ত্রৈমাসিক ছোটকাগজ হিসেবে প্রকাশিত হতে থাকে। সময়ের দাবী মেনে কবিতার, সাহিত্যের সঙ্গে জুড়ে যায় সমাজ। ঠিক হয় শুধু শিল্পের জন্য শিল্প মার্কা মন জাগানো সাহিত্য চর্চা আর নয়, এবার থেকে মন জাগানিয়া কাজে যুক্ত হবে উত্তর-দক্ষিণ। ফলে নতুন নতুন বিষয় নির্ভর সংখ্যা বেরোতে থাকে। সেখানে প্রাধান্য পায় ঝাড়খণ্ডের উচ্ছেদ বিরোধী আন্দোলনের আদিবাসী নেত্রী দয়ামণি বারলার সাক্ষাৎকার। রাষ্ট্রদ্রোহিতা কী আর দেশদ্রোহিতাই বা কী -এ নিয়েও সংখ্যা তৈরি হয়। আমাদের দেশেজ কৃষি ব্যবস্থা কীভাবে বেনিয়া পুঁজির হাতের পুতুল হয়ে উঠছে, সেটা নিয়েও লাগাতার আলাপ-আলোচনার জানালা খুলে দিতে নিয়মিত ভাবে প্রকাশ পাচ্ছে কৃষি সংখ্যা।

আমাদের পত্রিকার কয়েকটি সংখ্যা নিচে দেওয়া হলঃ

১. উত্তর দক্ষিণ ।। কৃষি – ২ ।। সংখ্যা – ৮৮ ।। ১৪২২/২০১৫

krishi2 Uttar Dakshin cover1

২. উত্তর দক্ষিণ ।। কৃষি – ৩ ।। সংখ্যা – ৮৯ ।। ১৪২৩/২০১৬

krishi3 Uttar Dakshin cover1

আপনার জন্য কিছু কথাঃ

আপনি কি কোন লিট্ল ম্যাগাজিন সম্পাদনার সাথে যুক্ত ? আপনিও কি আপনার লিট্ল ম্যাগাজিনটিকে এইভাবে সকলের কাছে পৌঁছে দিতে চান?

তাহলে আর দেরী না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে । 
কথা বলুন এই নাম্বারে। “দক্ষিণের জানালা ” ওয়েবজিন এর পক্ষে রুবাই নট্ট – 9563202630.
অথবা মেল ও করতে পারেন এই ঠিকানায়: editor.dakshinerjanala@gmail.com
আমরা থাকব আপনাদের প্রতীক্ষায়। লিট্ল ম্যাগাজিন কে বাঁচিয়ে রাখার স্বার্থে এটুকু তো করাই যায় কি বলুন…