কবিতা
পদ্মকাঁটা
টগবগে তারুণ্যে নাগরিক পালক্ষণিক মেয়েলি হাওয়ায় বেসামাল,সাঁতরাতে সাঁতরাতে কাছিমের পিঠেবয়সের দোষে হয় মেয়ে ডানপিটে! অভিমুখী বাসনায় বর্ষার জলচেপে রাখা কামনায় হয়েছে সজল।রাঙা চুড়ি, জারিজুরি, চুরমার করেরক্তদাগ ওঠে ফুটে, খোকার অধরে!পদ্মকাঁটায় জমে সাদা অনুরাগ,কিশোরীর খিদে পেটে অনন্ত নাগ। পাশ ফিরে শোয় আর অনুরোধ করে,ব্যবস্থা যাহোক করো, বাঁচাও আমারে।শহুরে তরুণ ভারী শিল্প-অনুরাগী,পেট-পুরে আরও পড়ুন…