উপশম

তনুশ্রী বাগ on

uposhom

যেখানে উপশম রেখে এসেছি সেখানে
যাওয়া হয়নি আর

উঠোনে খোদাই করি রাত, বিরহচিহ্নের পাশে গুনগুন করে হাওয়া
দু-হাতে যাকে তুলি, অপচয় করে ফেলি খুব
এই স্বভাবদোষে বেঁচে থাকি।

লিখি আয়ু, লিখি সন্তাপ

উপশম এক রিপু— এই সংবাদে
বিকেল আটকে রাখে শালুকের বিল

নিতান্ত ছাইজন্ম এক, গোপন করেছি ঝরাপাতা
বেবাক স্পর্শ, ভুল!


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


তনুশ্রী বাগ

জন্ম ও জন্মস্থান - ১৭ জুন, পূর্ব মেদিনীপুর। বাবা-মা -- সুশান্ত কুমার বাগ, অপরাজিতা বাগ। প্রকাশিত কবিতার বই - জোনাকি শিখে নিচ্ছি (২০১৮) । কবিতায় কী দেবার চেষ্টা - নৈঃশব্দ্য ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।