তিনটি কবিতা
লাফ
আরও একটি দিন
খিদের হিসেব নিতে ভুলে গেলাম।
সত্যি আরো একটি দিন
থালা বাসনের সংসারে লাফ দেওয়া হলো না আমার।
রাস্তা
ওই তো রাস্তা,
ওই তো আমার ঘর।
শুধু আমার দুপা জানে
কচ্ছপের গল্প অপরাপর।।
ফিরে আসা
কিছুই তো আসে না কাছে
দূরের ওই লাম্পপোস্ট শুধু
প্রতি এক মাইল অন্তর অন্তর
ফিরে ফিরে আসে
0 Comments