সবুজ অন্ধকারের খোঁজে

নীহার জয়ধর on

sobuj_ondhokar

আজ সন্ধ‍্যায় কিছুটা রাত্তির খুঁজতে বের হব
মেয়েটি প্রেমিকা হয়ে ওঠার জন‍্য সেদিন
পাতার আড়ালে থোকা থোকা অন্ধকার বায়না করে
হাতে রেখেছিল জোনাকির আঠা।

আগাম খবর আর কেউ বলে না এখন–
ধন‍্যরাজার প্রদেশে বৃষ্টির পুণ‍্য লগণ,
পৌষালি কোন সবুজে রাখবে শিরশিরানি,
কোন জরায়ুতে জমা আছে ফাল্গুনের প্রসব বেদনা,
এসব কথার গায়ে প্রশ্ন ও ষড় চিহ্ন নিশ্চিত
পেশি জানে সব শক্তির বিন‍্যাস, প্রশমনে সাধারণ ছুটি লিখে।

অনেকদিন বসেছিলাম পূর্বাভাসের দরজায়
কোন অন্ধকার আসে যদি বকুলতলায়,
পাতার সবুজ নামে যদি ধুয়ে, ঝিরঝিরে
ডোরাকাটা হৃদিগতি জানে উজ্জ্বল দিনে কোন হরিণ আসেনা,
ফাঁদ ভালোবেসে, শিকারির ঘ্রাণে
মেঘলা-সন্ধ‍্যা ভাদ্দরে, জেনেছে কিশোর–
সবুজ ক‍্যাম্পাস এখনো পাতায় অন্ধকার জন্ম দিতে পারে ।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


নীহার জয়ধর

জন্ম : ১৯৭৯। শিক্ষাগত যোগ‍্যতা : স্নাতকোত্তর। পেশা : শিক্ষকতা। কবিতা চর্চা : ২০১৮ থেকে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।