সবুজ অন্ধকারের খোঁজে
আজ সন্ধ্যায় কিছুটা রাত্তির খুঁজতে বের হব
মেয়েটি প্রেমিকা হয়ে ওঠার জন্য সেদিন
পাতার আড়ালে থোকা থোকা অন্ধকার বায়না করে
হাতে রেখেছিল জোনাকির আঠা।
আগাম খবর আর কেউ বলে না এখন–
ধন্যরাজার প্রদেশে বৃষ্টির পুণ্য লগণ,
পৌষালি কোন সবুজে রাখবে শিরশিরানি,
কোন জরায়ুতে জমা আছে ফাল্গুনের প্রসব বেদনা,
এসব কথার গায়ে প্রশ্ন ও ষড় চিহ্ন নিশ্চিত
পেশি জানে সব শক্তির বিন্যাস, প্রশমনে সাধারণ ছুটি লিখে।
অনেকদিন বসেছিলাম পূর্বাভাসের দরজায়
কোন অন্ধকার আসে যদি বকুলতলায়,
পাতার সবুজ নামে যদি ধুয়ে, ঝিরঝিরে
ডোরাকাটা হৃদিগতি জানে উজ্জ্বল দিনে কোন হরিণ আসেনা,
ফাঁদ ভালোবেসে, শিকারির ঘ্রাণে
মেঘলা-সন্ধ্যা ভাদ্দরে, জেনেছে কিশোর–
সবুজ ক্যাম্পাস এখনো পাতায় অন্ধকার জন্ম দিতে পারে ।
0 Comments