স্ক্র্যাপবুক

সমীরণ ঘোষ on

Scrap_Book

ঝড়ে ভেসে যাওয়া কুকুরগুলোই সম্ভবত মেঘের বুরুজ। নিরতিশয় কিছু ঘণ্টা দিচ্ছে মাস্টারের
চোখের বরফে
কিন্তু দাগের আঁচড় মাংসঅব্দি নিরভিমান
কিন্তু হাড়অব্দি গ্যাসকাটার একটেরে
আলস্যের দ্যুতি

গুঁড়িয়ে যাওয়া পর্যন্ত সবই অনাটকীয়
সবই মাস্টার ও কুকুরদের জ্যান্ত আর
কালো অভিনয়

দুরাশাপর্যন্ত লম্বা কুকুরগুলোর ঘেউ
শূন্যের নাটবল্টু কী যেন ইঙ্গিত করছে কাটা জিভে
কী যেন কেলাসিত। যার হাঁসফাঁস কণার বেগুনি

কোলের পাথরে কোঁদা মাস্টারের আত্মার সবুজ
যা অভিনীত হবে দুরাশাঅব্দি ঝাঁঝাঁ শ্বাসে

পেটকাটা কুকুরগুলো আমাদের অনন্যোপায় যম
মুণ্ডুছেঁড়া কুকুরগুলোই জমকহীন আলোর ককানি

শূন্যে বৃত্ত এঁকে প্রাণপণ যাদুর মাস্টার
আয়নাচৌচির কালো ডাক। মাংসের। কালো
ঘূর্ণির প্রেত

নাড়িভুঁড়ি হাওয়ায় টাঙিয়ে মাস্টার ঘুমোবে
মাস্টার কী ঘুমোতে পারবে কোনওদিন

মাস্টার মাস্টার হয়ে ওঠার আগেই মাস্টার মরে যাবে

মৃত কুকুরদের চোখ নীলে গুঁজে দেওয়াই যেটুকু ক্লান্তি

কাচের মাস্টার ফুঁড়ে যেটুকু আলোর ঘেউ
সেটুকুই সার্কাসের রাত

নাটবল্টু উড়ছে। বালি ও করাতকল
নগরীর মরচে অপেরা

কান পর্যন্ত সেই স্তব্ধতা। কুকুরের নয়। মাস্টারেরও

নলির দুফাঁক। নিবে আসা সেতুর সংকেত

নলিকাটা এই গান মৃত কুকুরেরা গাইতো
আর রসে ওঠা মাস্টারের সুরের যকৃৎ

শূন্যে হাতুড়ি ঠুকে মাস্টারও সঙ্গত করল
কয়েকশোবছর

নলিকাটা এই গান আবহমান লিপির পাথর
গলে যাওয়া মাস্টারের কূপের বাদামি

নাড়িভুঁড়ি কাচছে অমীমাংসিত কুকুরের ঘাট
এটুকুই মাস্টারের স্মৃতি। ঠুকে রাখা গানের পেরেক

সুরের দড়িতে যা আজও শুকোচ্ছে
ধোপানির হাতের তামায়

কুকুরগুলো ডাকটিকিটের। স্ক্র্যাপবুক ঘেমে ওঠা
লালার পারদ
পৃষ্ঠা চিবিয়ে হয়তো তারাও ফিরবে
কিন্তু মাস্টার অনিশ্চিত। আর জাদুবিহ্বল ছুরি
চেটো ফুঁড়ে অন্তরিক্ষের দূত

ডাকটিকিটের শিস বাক্সের বরফে রাখছে স্ক্র্যাপবুক


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সমীরণ ঘোষ

জন্মঃ ১৯৫৫, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রাতিষ্ঠানিক শিক্ষাঃ সিভিল এঞ্জিনিয়ারিং। প্রকাশিত কবিতার বইঃ - কবিতাসংগ্রহ, চাঁদলাগা চৌষট্টি আশমান, অন্তর্বর্তীরেখা, কলোপাথরের হারমোনিয়াম, মরচে গোধূলির পাঠ, মরিচগন্ধের সেতু হাড়ের দূরবিন, প্রিয় পঞ্চবিংশতি, হাতআয়নার ঘুম। অনূদিত নাটকঃ সুইফট নির্মিত প্রাসাদ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।