পদ্মকাঁটা

অভিষেক ঘোষ on

podmo_kata

টগবগে তারুণ্যে নাগরিক পাল
ক্ষণিক মেয়েলি হাওয়ায় বেসামাল,
সাঁতরাতে সাঁতরাতে কাছিমের পিঠে
বয়সের দোষে হয় মেয়ে ডানপিটে!

অভিমুখী বাসনায় বর্ষার জল
চেপে রাখা কামনায় হয়েছে সজল।
রাঙা চুড়ি, জারিজুরি, চুরমার করে
রক্তদাগ ওঠে ফুটে, খোকার অধরে!
পদ্মকাঁটায় জমে সাদা অনুরাগ,
কিশোরীর খিদে পেটে অনন্ত নাগ।

পাশ ফিরে শোয় আর অনুরোধ করে,
ব্যবস্থা যাহোক করো, বাঁচাও আমারে।
শহুরে তরুণ ভারী শিল্প-অনুরাগী,
পেট-পুরে খেয়ে বলে, “ধুস্ শালা… মাগি!”


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অভিষেক ঘোষ

পেশায় স্কুল শিক্ষক, নেশায় কবি, গল্পকার ও প্রাবন্ধিক, চলচ্চিত্র সমালোচক ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।