যাদুবালিশ
আমার বাড়ির পেছন দিকটায়
কয়েক কোদাল মাটি খোঁড়ো;
একটা ছাই রঙের বালিশ উঠে আসবে;
আমার স্ত্রী ওটা মাথায় দিয়ে শুতো…
প্রতিদিন দোকান যাতায়াতের পথে দেখি–
তুমি তোমার বাচ্চাটার সাথে দুঃখ দুঃখ খেলছো;
তলায় একটা ফুটপাতের চাদর…
মাথার ওপরে জং ধরা গাছ…
আজ চার-ছয়-আট-দশদিন
তোমরা মা-ছেলে ভুখা পেটে সহ্য করে যাচ্ছো-
কুকুরগুলোর ভ্যাংচানো মুখ…
তুমি আমার বাড়িতে এসে বালিশটা নিয়ে যাও শিগগিরি;
নরম বালিশটায় ছেলেটাকে ঘুম পাড়াও
দেখবে, ঘুমোলে ওর খিদে পাবে না…
আমার রাষ্ট্র যেদিন তোমাদের জন্য খাবার বরাদ্দ করবে-
সেদিন তোমার বাচ্চাটার ঘুম ভাঙিয়ে
ওর নাকে-মুখে দুটো গুঁজে দিও…
0 Comments