ইনার রিয়েলিটি

প্রণব চক্রবর্তী on

innner_reality

কখনও শব্দ ধরে নেমে আসো তুমি
কখনও শব্দ নিয়ে কড়া নাড়ি
তোমার দরোজায়

নিরন্তর এ মৃত্যুই
জীবন নামে চিহ্নিত করেছি

আর যা কিছু
ধরো কোনো নিশ্চিত যাপন অভিষেক
ফুতকারে উড়িয়ে চলেছি
অন্য এক চলমান দ্রাঘিমাহীনতায়

যা প্রকৃত অর্থে
মৃত্যুরই নামান্তরে জীবন বা মহাজীবন—

শব্দেরই সহবাসে
এ জন্ম ফুরিয়ে ফেলছি
প্রত্যাশায় অন্য কোন মেঘ বা মহাকাশ
আজও তার বিনিয়োগ নেই


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


প্রণব চক্রবর্তী

বাড়ি নবদ্বীপ । প্রকাশিত গ্রন্থ খোলা হাট করে খোলা, 'একদা রাজগৃহে', 'নিষিদ্ধ প্যানডোরা', 'সার্থকতা বিষয়ক শোকগাথা' । কাব্যনাটক 'নীল উঠুন এবং তিনটি উপন্যাস' । সম্পাদিত পত্রিকা 'ইন্টারেকশন ভাষা ও ভাবনার' ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।