হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা
মেলার মাঠে
আমরা ভুলে যাব আমাদের দেখা হয়েছিল
কোনো কিছুর জের সঙ্গে করে আনবো না
বাক্যগুলোও উচ্চারণ করবো খুব সামনে এসে
মনে করবো এই প্রথম জানলা দিয়ে পৃথিবী দেখছি
কোনো কথা কেউ কারও গায়ে লাগিয়ে দেব না
দাঁড়াবার জায়গাটুকু ছাড়া চারপাশে আর কিছু নেই
এবার দেখো আমি কি কোনো গাছ অথবা
ছোটোবেলায় জানলা দিয়ে দেখা দূরের কোনো নদী ?
তাহলে এসো
আবার চলতে শুরু করার আগে মেলার মাঠে
দুজনে একচক্কর ঘুরে নিই ।
অভাবের টিমটিমে আলোর ভেজা সন্ধ্যেয়
কোকিলটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল
যেন তার কন্ঠস্বর এই বিরাট পৃথিবীর কাছে
পাতার একটা ছোট্ট কুটির
অথচ তার উঠোনটা দুয়ারের সঙ্গে এমনভাবে লেগেছিল
মনে হবে তার জীবনে কোনো বাছবিচার নেই
এমন হাটদরজার বাসিন্দার কাছ থেকেই
নদীর আগামী যাত্রাপথ জেনে নিতে হয়
কোকিলটা এমনভাবে গলা বাড়াচ্ছিল
যেন আর কিছুক্ষণের জন্যে তাকে আমি সহ্য করি
সে আরও একটা গান ধরল
অভাবের টিমটিমে আলোর ভেজা সন্ধ্যেয়
ঘরের একমাত্র জানলাটাকে বসন্ত মনে হচ্ছিল ।
0 Comments