দুইটি কবিতা
শিকার
সূর্য ডোবার বয়স হলেই—
বুকের ভিতর অমা ঘনিয়ে আসে
ক্লেশগুলো ঘুম পারিয়ে দেয়
নিরব নিশীথ শুধু আমার দিকে চেয়েই থাকে
দুধের শিশুটির মতো।
ব্রাহ্মমুহূর্তটা আমার পেশাদারী ঘুম।
রোজ ফোরনের চিৎকার শুনে ঘুম ভাঙে
ঝনাৎ করে যুদ্ধ শুরু হয় হয়।
লকলকে জিভটা বেড়িয়ে পরে শিকারে—
চা তারপরে ব্রেকফাস্ট।
দায়িত্ব
চাঁদ যখন দেঁতো হাসি হাসে
আমি তখন কবিতাযাপন করি
ল্যাম্পের আলোয়,মাদুর পেতে বারান্দায়।
শব্দেরা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে
চিৎকার করে কিছু ভাবনা
আমার দ্বারায় কিছু লিখিয়ে নিতে চায়।
আমি নাছোড়
কবিতার দায়িত্ব আমি নিতে পারিনা
পারলে একটা বৃক্ষের দায়িত্ব দাও।
0 Comments