দলছুট প্রেমে

এরিনা ঘোষ on

dolchhut-preme

এই যে যাওয়া আসা
অযথাই অপাঙ্গে চাওয়া,
আর, তার ছেঁড়া সেতারেও পরিপাটি ছাপ রেখে যাওয়া।

কি নামে ডাকলে বল
টেলিপ্যাথি মন ছোঁয়া হবে?
তুমি কি এখনো সেই দিন জাগো আহিরে ভৈরবে?

কি ভীষন পিছুটানে
যতবার ই ভেসে গেছি স্রোতে,
আমূল পুড়েছি সখা স্পর্শের সেই মহরতে।

প্রতি বার চাঁদরাতে
যেই ওরা কালিমা ছিটায়
এড়িয়েছো মৃদু হেসে সুনিপুন চতুরতায়।

দুই জনে দুইপাড়
তবু সেই অতিথিনিবাস,
অমানিশা এলে ঠিক যোগাযোগ খুব অনায়াস।

এই এক জীবনের
সব দাবি মেটাবার পর
জানি সে আসবে ঠিক হয়ত বা অশীতিপর।

সময় আঁচর কাটে
ধীরপায়ে নেমে এলে জরা,
প্রেমের চুমুকে পিছু হটে শোনিতের শর্করা।

এর নাম প্রেম হলে
বারে বারে মাতব জেহাদে,
গ্রীষ্মে গুয়াতেমালা, ঘোর শীতে লেলিনগ্রাদে।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


এরিনা ঘোষ

পেশা — সিভিল ইন্জিনিয়ার, নেশা — বই ও কবিতা, অবসর বিনোদন — লেখা ও পশুপাখির সঙ্গে সময় কাটান।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।