বার্তা

শৌভিক মিশ্র on

সান্ধ্যকালীন যে সমস্ত তারারা
আশ্রয় নেয়
ক্লান্ত মেহগনির ন্যাড়া প্রশাখায়
ব্যস্ত জোনাকিরা
পৌঁছে দেয় তাদের কাছে
সমস্ত পৃথিবীর অসুখের বার্তা

গল্পবাজ চাঁদের আলো
রাত আলাপনে ব্যস্ত
বালিহাঁসেদের ডেরায়
পৌঁছে দেয় সেসব গোপন তথ্য

পৃথিবীর এইসব খবর
যা মানুষের নয়
খামে ভরা চিঠি -মেঘে বিলি হয়
গহীন অরণ্যে অরণ্যে

মানুষের অগোচরে
প্রস্তুত হয়
আরেক পৃথিবী
কৃতকর্মের সব হিসেব
মিটিয়ে দেবে বলে
অতি গোপনে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শৌভিক মিশ্র

বাড়ি, হুগলি জেলার মান্দরন। পোস্ট, ইটাচুনা। স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা। ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় থেকে বাংলা অনার্সে স্নাতক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ।বর্তমানে একটি বি.এড কলেজে শিক্ষকতা করেন। লেখালেখি কলেজে পড়তে পড়তে। বর্ষালিপি,অযান্ত্রিক, স্বরব,কেয়াপাতা প্রভৃতি পত্রিকাতে লেখেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।