আবিরলাল মুখোপাধ্যায়ের কবিতা
সুমেধা বোস’কে
আদতে হাওয়ায়-জলে
ভেসে ভেসে বেড়াচ্ছেন
বিশ্বাস ও তার ঘাতকেরা
আপনার ও আমার মধ্যে
দুরপাল্লার গাড়িঘোড়ার হট্টোগোলের মধ্যে
অজাতশত্রু পীরবাবার শয্যায়
হঠাৎ-ই
ঘাতকেরা ছায়া ফেলতে পারেন
আপনি সাবধান
সুমেধা বোস
আপনার সাথে হওয়া অবিচারের কথা
কোনো বুম থেকে উড়ে গিয়ে সরাসরি সম্প্রচার হবে না
নিউজরুমের আসরে…
আপনিও আমাকে সাবধান করুন
আমার এই পছন্দের গোলাম
নিটল সবুজ তার পাতায় ও কাণ্ডে
এমনকী
আপনার ভালোবাসায়
ঘাপটি মেরে লুকিয়ে থাকতেই পারে ছায়াশত্রু৷
শুধুমাত্র একটি কবিত নয়
মন্থন করো
গোপনীয় পাপ থেকে
ছেঁকে নাও
নির্লোভ কবিতার বীজধান
খোঁজ করো
তাঁর বিজন দুপুর থেকে
একাকীত্ব
কেড়ে নিল কারা
ক্ষমা করো
পথ-পারাবারে
রোদকে যে
করেছিল অবহেলা
ভাসিয়ে দাও
এই কারুবাসনা
ভাসিয়ে দাও
0 Comments