আবিরলাল মুখোপাধ্যায়-এর কবিতা

আবিরলাল মুখোপাধ্যায় on

abirlal-mukhopadhyay-er-kobita

গাঁ থেকে শহরের মাঝে একটি নদী বয়ে যায় নিঃশব্দে। একূল থেকে ওকূল পাড়ি দিতে দিতে,খসে যায় আরোপিত শালীনতার জন্মদায়। উড়ে আসা কাজল ভেঙে দেয় সহস্র বছরের পুরাতন পাঁচিল। তারই মাঝে,চুপিচুপি খুঁটে খেয়ে যারা পিছন দরজা দিয়ে পালিয়েছিল তাদের কারোর নাম ‘ভালোবাসা’ নয়।ঘৃণাও নয়। সময়ের এপিটাফে ফেলে আসা কিছুমাত্র করুনা।

জীবন আমাকে উপহাস করতে করতে আমি জীবন’কে উপহাস করি। স্রোতের বিপরীতে আমি কোনো ভুল পুরুষ নই।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


আবিরলাল মুখোপাধ্যায়

লেখালিখি'র শুরু অনেক ছোট থেকেই। প্রথাগত ভাবে শুরু করেন ১৭ সালের মাঝামাঝি। বেশ কয়েকটি ছোট পত্রিকায় লিখেছেন। 'আবির্ভাব' নামের একটি কাগজের সম্পাদনা করেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।