আবিরলাল মুখোপাধ্যায়-এর কবিতা
গাঁ থেকে শহরের মাঝে একটি নদী বয়ে যায় নিঃশব্দে। একূল থেকে ওকূল পাড়ি দিতে দিতে,খসে যায় আরোপিত শালীনতার জন্মদায়। উড়ে আসা কাজল ভেঙে দেয় সহস্র বছরের পুরাতন পাঁচিল। তারই মাঝে,চুপিচুপি খুঁটে খেয়ে যারা পিছন দরজা দিয়ে পালিয়েছিল তাদের কারোর নাম ‘ভালোবাসা’ নয়।ঘৃণাও নয়। সময়ের এপিটাফে ফেলে আসা কিছুমাত্র করুনা।
জীবন আমাকে উপহাস করতে করতে আমি জীবন’কে উপহাস করি। স্রোতের বিপরীতে আমি কোনো ভুল পুরুষ নই।
0 Comments