২০ শে ফেব্রুয়ারি
হাসপাতাল থেকে মা বাড়ি এলে
দরজায় আসে ঘুম পাড়ানি রোদ;.
বাংলা ভাষা উচ্চারিত হলে
“বারান্দায় লাগে জ্যোতস্নার চন্দন ‘
ভাষা আর মা সুখ দু:খের কথা বলে ;
মেয়ে খোঁজে বাংলা হরফ লেখা শাড়ি।
স্নিগ্ধ স্বরে কথা বলা বাঙালি বিক্রেতা শাড়ি দেখায়;.
হরফ লেখা।
প্রতি হরফে অচেনা আলেখ্য।
বাংলা নয়;.
বাংলার মত দেখতে নয়;.
একের পর এক বিক্রেতা একই গান গায়
করুণার মত দেখতে সন্ধ্যা টাঙিয়েছে নিরুদ্দেশের বিজ্ঞাপন
“বাংলা কোথায়? “
মাথা নীচু মেয়ের চোখে জল;
রাত পোহালেই একুশের অলৌকিক ভোর।
0 Comments