হাওয়ায় সংগঠিত
সব শিরোনাম এক হয়ে যায় একদিন —
বোঝা দায় কে সাধারণ, কেই-বা স্টালিন
পাখনা মেলে না ময়ূর উত্তর হাতরায় ;
বিরতিতে বৃষ্টি নামে কার্ফিউ বার্তায়
আলোবাতি নিভে যায় প্রতি বুননের মাঝে ;
সন্ন্যাস শুধুই ছদ্মবেশ সার্কাসের সাজে
যত জোরে হাঁটি, ছায়া জোরে হাঁটে পিছে ;
ভালবাসা ছাড়া যেন সব গানই মিছে…
আমলকি বাগান, বাঁশবন, গা ঘেঁষে নদী,
লাল-থালা-সূর্যটা হারিয়ে যায় যদি
উইপোকা, ইঁদুর, কবিতার গ্রাম —শান্ত পুষ্করিণী
তোমাকে ভুলবে লোকে কাল বা পরদিনই ।
0 Comments