হাওয়ায় সংগঠিত

উদয় সাহা on

সব শিরোনাম এক হয়ে যায় একদিন —
বোঝা দায় কে সাধারণ, কেই-বা স্টালিন

পাখনা মেলে না ময়ূর উত্তর হাতরায় ;
বিরতিতে বৃষ্টি নামে কার্ফিউ বার্তায়

আলোবাতি নিভে যায় প্রতি বুননের মাঝে ;
সন্ন্যাস শুধুই ছদ্মবেশ সার্কাসের সাজে

যত জোরে হাঁটি, ছায়া জোরে হাঁটে পিছে ;
ভালবাসা ছাড়া যেন সব গানই মিছে…

আমলকি বাগান, বাঁশবন, গা ঘেঁষে নদী,
লাল-থালা-সূর্যটা হারিয়ে যায় যদি

উইপোকা, ইঁদুর, কবিতার গ্রাম —শান্ত পুষ্করিণী
তোমাকে ভুলবে লোকে কাল বা পরদিনই ।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


উদয় সাহা

জন্ম কোচবিহারে। ইংরেজি সাহিত্যে স্নাতক স্তরে পড়বার সময় থেকেই লেখালেখি শুরু। গদ্যের পাশাপাশি কবিতা ও প্রবন্ধ লিখছেন লিটল ম্যাগ, ওয়েব ম্যাগ,দৈনিক পত্রপত্রিকায়। বর্তমানে মেখলিগঞ্জে উপনচৌকি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক। রয়েছেন ' মুজনাই ' এবং ' মোহনা ' সাহিত্য পত্রিকার সম্পাদকমন্ডলীতে। প্রকাশিত কাব্যগ্রন্থ ' পেজমার্ক (২০১৭)। বিশ্বাস করেন কলম হাতে যাপন নিতান্তপক্ষে মাটিকে ভালোবেসে চাষীর জীবন ব্যতীত কিছু নয়।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।