রাষ্ট্রকে লেখা খোলা চিঠি
এই যে ঘর পোড়া আগুন ছেয়ে আছেনা আপনার শহরে, এই যে মানুষ পোড়া গন্ধ !
এ সব আমার ঘর। আমার বাড়ি
আমার রক্ত – স্বজন।
বড্ড বেশি গন্ধ লাগছে বলুন
আপনার ওই নাসিকা গহ্বরে? অথচ দেখুন
রুমাল চাপার ভান করে ফুলের জলসায় রাখেন
নীরব স্নান।
একটা কাগজ চেয়েছিলেন আপনি।
প্রমাণ সহ দেশ – নাগরিকের।
আমি দেখাব না ঠিক করেছি। আমার
নেই কোনো শাসক আইন মানা কাগজ !
আমি বে- নাগরিক তাই আমি, আপনার রাষ্ট্র নিয়মে।
অথচ মহামান্য রাষ্ট্র, তোমাকে এ রাষ্ট্রের রাজা
বানিয়ে ছিল কারা?
উত্তর কি রাখতে পারেন আপনি, আমাদের
প্রশ্ন ছুঁয়ে?
বন্দি করেন কারাগারে,
জ্বালিয়ে দেন, দেশদ্রোহী বলে। অথচ দেশদ্রোহীর রাজা সেই আপনিই। বে- নাগরিক কাগজে !
0 Comments