মেঘ শান্তনু’র দুটি কবিতা
রূপান্তর
হ্যারিকেনের আলোয়
বাবা ভাই বোন সবাইকে ভাত বেড়ে দিয়েছেন মা,
মা খাবেন সবার শেষে গা ধুয়ে এসে
যখন কেউ জেগে থাকবে না আর !
মাঝরাতে ঘুম ভেঙে ছেলেটি দেখছে
শূন্য হাঁড়ি,
শূন্য থালা
জলের গেলাস
আসন পেতে খেতে বসেছেন মা
থালার উপর শুয়ে আছে চাঁদ আর তারা
রাশি রাশি জোনাকি
মিটমিট করে চলেছে অবিরাম
ছেলেটি রোজ মা-কে একটু একটু করে নক্ষত্রে রূপান্তরিত হতে দেখছে…
ছায়াছবি
মা এর চোখের জল আমি বহুবার দেখেছি । দেখেছি ভিজে যাওয়া পথে নেমে আসে সন্ধে । সন্ধের বুকে পায়ে হেঁটে বাড়ি ফেরে মানুষ । উঠোনে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে ঠাকুরদার আমলের পুরনো নিম । বাগানে বেতের চেয়ারে বসে থাকে অশীতিপর নিঃসঙ্গ বাবা । ছোটো বোন দুলে দুলে জীবন বিজ্ঞান পড়ে । তার দুই বিনুনি দুলতে থাকে পড়ার তালে তালে । দেখি ফুলে ফুলে ঢেকে গেছে মা এর প্রিয় জুঁই আর গন্ধরাজ ।
মা কোথাও নেই এখন । আমি এই আবছা কুয়াশায় বাড়ির চারপাশে ঘুরে ঘুরে মা এর দুঃখগুলো কুড়োতে থাকি ।
0 Comments