মাটির ঈশ্বর
ঘরে ফেরার আগেই
দাঁড়িয়ে যায় ঘর
জানলা কপাট হা হুতাশ, হাহা হুহু
এক ধাক্কায় খুলে যায় সব
অপ্রতিরোধী ভুল আলোয় ডুবে যায় পরম্পরা
মেঘ বৃষ্টি শ্নেহ মায়ায় অন্ধ জনমেজয়
চন্দ্রযান ভেলায় শুরু করেন সিংহলযাত্রা
প্রতিদিনই সকাল হবে ভেবে
এভাবেই হাতিশালা মাগুরমারি
আর হাহাকার লুণ্ঠনে হারাই পথ
নিশিগঞ্জে ঘন কুয়াশা থিতু হয় এরপর
পেটের লুব্ধক ছিঁড়ে বহুচর্চিত অন্ধকার
দিগন্তে হাত পা ছোঁড়ে
এই থ্যাঁতলানো চির বজ্রপাতের দেশে
যা ছিল হাতের নাগালে
ধীরে ধীরে সুধীর আঁধারে লীন হয় সেসব
ঘরে ফেরার আগেই
দাঁড়িয়ে যায় ঘর
ঘরে ফেরার আগেই ঘরে ঢোকেন
বুবাই টুবাই আর মাটির ঈশ্বর
0 Comments