ভয় যাপন
![](https://www.dakshinerjanala.com/wp-content/uploads/2018/12/voy_japon-600x400.jpg)
জানালা দিয়ে সাত সমুদ্র দেখতে পাই
মনে হয় দেওয়াল ফেটে ঢুকে পড়বে এক তালার ঘরে।
মা’কে উনুনে ভাত রাঁধতে দেখলে ভয় হয়,
অগ্নুৎপাত হবে হয়তো,
নাকি সুপ্ত আগ্নেয়গিরি এটা?
মাতৃ মডিসিনের স্বর্গরথ,
কেমন যেন কানের কাছে ডাক দেয়।
আচ্ছা, আমার ডান কানে কেউ হ্যামলেট যন্ত্রনা দেবে না তো!
বাবাকে যদি সদাগরের মতো দেখায় তবে।
আজ কাল কবিতা যাপনের ভয় হয়,
পাশের বাড়ির মৃত্যু হবে না তো?
0 Comments