বৃক্ষ কথা
কিছু কিছু বৃক্ষের রং অরণ্যের মতো গভীর হয়
ছুঁয়ে থাকে যারা নদীজন্ম,উত্তাল সামুদ্রিক ডাক।
জলাধারে এসে ছায়া লুকিয়ে যায় যে হরিণীর দল-
কান্নাকাটির খেলায় ভিজতে হলে,যেও বরং তাদের কাছে;
ভালোবাসা প্রজাপতি জেনেই মেঘ সাজিয়ে রাখে যারা বৃষ্টির কাছে…
বাতাস ওড়ে খুব। ঠিক যেমন প্রবল ঝড়ের পরে !
অথচ, দেখা কি যায় কখনো সেই বাতাসের সুখ?
সুখ গভীরতার দাগ যে অ-সুখের সুখী রং !
বৃক্ষ জানে সে কথা। ঝড়ের পরে তাই আবারও বেঁচে ওঠে মৃত ডালপালা তার_
অরণ্যকে জানতে শিখলে তুমিও হবে প্রেমিক
দূর থেকে গভীরতর ঘর,ঘর ছুঁয়ে নামা প্রবীণ বৃক্ষ চিহ্ন ।
0 Comments