বুনোফুল

টুম্পা দে দাস on

বক্সার কোলে একাকী বসে অপলকে তাকিয়ে থাকি পাইন বনের দিকে –
ঘন সবুজ ভেদ করে ঐদূর থেকে বুনোফুল হাতে তোমার আসার অপেক্ষায় !
পাহাড়ি ঝর্ণা চুপিচুপি কানে বলে যায় তোমার আগমণের কথা ।
নিক্কনের সুর যতো কাছে ভেসে আসে তত চঞ্চল হই আমি –
সাতদিনের পরিচয় যেন সাতজন্মের বন্ধণ ।

এই বুঝি তুমি হাসিমুখে এসে বলবে,” বাবু তপাই কো চিয়া “ –
তোমার হাতের তৈরী চা তো নয় যেন স্বর্গের সোমরস !
যাতে চুমুক দিয়ে ভুলেছিলাম মহানগরীর সকল ক্লান্তি ।
সারা জীবনের ক্লান্তি দূর করতে চাই তোমার স্পর্শমাখা চা’য়ে ।

বল যাবে তো আমার সাথে ? ইস্পাতের জংগলে ফুটবে এক বুনোফুল ।
বিদায় বেলায় শুধু হাতে তুলে নিও আমাদের প্রেমের সাক্ষী-
“ দুটি পাতা একটি কুঁড়ি “ ।


( বাবু তপাই কো চিয়া = বাবু তোমার চা )

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


টুম্পা দে দাস

ডুয়ার্সস্থিত হাসিমারার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে জন্ম টুম্পা দে দাস এর । পিতা – নির্মল দে,মাতা – শীলা দে । বিবাহসূত্রে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট নিবাসী । বাংলা বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক । পেশায় গৃহবধূ । লেখালেখির জগতে নবাগত । প্রথম লেখা প্রকাশ “সেতু জুনিয়র” নামে শিশু-কিশোর পত্রিকায় । পরবর্তীতে “মানভূম সংবাদ”,“সাহিত্য বনানী”,”কিশোর ভারতী”,”ডিংডংপিংপং ” ইত্যাদি পত্রিকায় লিখেছেন । সাহিত্যচর্চায় নিবেদিত প্রাণ । ভালোবেসে এখনো লেখালেখি করে চলেছেন ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।