ফুটপাত

স্নেহাশিস ব্যানার্জ্জী on

ফুটপাত এলোমেলোভাবে শেষ হয়
অনিচ্ছুক কয়েকটি বাসস্ট্যান্ড ভাঙা মানুষের মত পড়ে থাকে
ম্যানহোল থেকে মাঝে মাঝে ডুবুরি শব্দ তোলে ‘পেয়েছি’
ঝুঁকে পড়ে দেখি শাক-পাতার জীবন
ময়াল সাপের খুলির ভেতরে পচে যাওয়া শীত
আর ধূর্ত শেয়ালের মত দু চারটে গার্হস্থ্যের কথা।
গুমোট কেরানীর বোধ থেকে জন্ম নেয় দীর্ঘ ছায়া
অন্ধকার সহজাত মিথ্যুক
এপাশে পল্লবিত বহুতলে আনা হয়েছে অ্যাকোরিয়াম
হেরে যাওয়া মানুষ যেন দাঁতহীন গোল্ডফিশ
এ বিশ্ব যুদ্ধে তোলপাড়
গায়ে জ্বর নিয়ে তবুও লিফলেট বিলি করছে সংসারী পিতা
‘আমার ছেলের শেষ কবিতা দুটি পড়ে দেখুন,মাত্র দশটাকা’
হাজার পায়ের ছাপের ভিতরে কঠিন অসুখ
ফুটপাত কখনও হাসপাতাল হয়ে ওঠে না
এখানে আদ্যিখেতা করে কোনো সুন্দরী স্যালাইন গাঁথতে আসে না


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


স্নেহাশিস ব্যানার্জ্জী

জন্ম ১৯৯১ সালের নভেম্বর মাস, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপী গ্রামে । বাবা- শ্রী শ্যামাশিস ব্যানার্জ্জী, মা- শ্রীমতী মায়া ব্যানার্জ্জী । শিক্ষা ও পেশা- গণিতে স্নাতক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । ঠিকানা- গ্রাম+পো- সরপী, জেলা- পশ্চিম বর্ধমান, পিন- ৭১৩৩৬৩ আত্মপ্রকাশ- মধ্যাহ্ন পত্রিকা কবিতা ছাড়া অন্য মাধ্যম- গল্প , গুটিকয় প্রবন্ধ আর নাটক । বই- মিছিলের শেষে দাঁড়িয়ে (২০১৭) । আগামী ত্রৈঋতুকের পক্ষ থেকে পেয়েছেন " তরুণ কবি সম্মাননা ২০১৬ " । প্রিয় কবি- জয় গোস্বামী । প্রিয় বই- ইস্পাত, কালপুরুষ । নিয়মিত লেখার কাগজ- অপদার্থের আদ্যক্ষর পত্রিকা, সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের বই।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।