প্রান্তিক
ক্রমশ শুন্য থেকে বাবাকে ছুটে আসতে দেখি,
ট্রেইনের বয়স প্রাচীন হয়;
দুজনেই এখন বাসিন্দা অবসর গ্রহের |
মাথার উপর বটগাছের ছায়া,
অঙ্গ বিশেষ ডাল;
মরচে পড়া সাইকেল – চেইন- ডেসিবেলের মাত্রা |
ছোট থেকে ছোট হয়-
বাবার নখ,
চোখের মণি,
আদ্যপ্রান্ত আমি দেখি |
কবিতা লিখিনি যে কদিন
দাঁড়িয়েছে কাঁধে হাত
পায়ের ক্ষত এখন নবীন |
0 Comments