পাখির চোখে

সুবোধ দে on

চমকের মুখ মিথ্যার বেসাতি করে
সম্মোহনী বাঁশির সুর বেজে চলে,
হাওয়ায় হাওয়ায় কেমন নেশার রেণু
এই বসন্তে যা সব দেখে চোখের ভ্রম
সাজানো সামিয়ানার গায়ে নোনাজল
দূর থেকে দূর-দর্শনে দর্শন হয় বিশ্বরূপ


কুয়াশার ওপার থেকে কে যেন গেয়ে চলে
জগৎসংসারের যাবতীয় কাজের গরিমা
মায়াকানন থেকে গড়িয়ে পড়ে পিশাচগান,
আলোর অধিকার নিয়ে সভা হয় —
দুয়ারে দুয়ারে চকখড়ি দিয়ে লিখে যায়
টিকাকরণের পেরিয়ে যাওয়া দিন তারিখ ।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সুবোধ দে

জন্ম ছয়ের দশকের প্রথমার্ধে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। নয়ের দশকের মাঝামাঝি সাহিত্যের আঙিনায় পদার্পণ। দীর্ঘদিন লেখালেখির পর প্রথম কাব্যগ্রন্থ 'খিদে যখন ছাই হয়ে ঝিমোয়' প্রকাশিত হয় (২০১৭)সালে। এবছর (২০২০)সালে প্রকাশিত হল দ্বিতীয় কাব্যগ্রন্থ 'শরীরময় করতালির ধুন'।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।