নিশি রাত
দিন শেষে নামে সন্ধ্যা
ঘরে ফেরে সব প্রাণ
নিবিড় রাতে
বাইরে শুনি শব্দ
ভেঙে পড়ছে কী যেন,
জ্বালিয়ে আলো
কে যেন ডাকছে আমায়
খুব কাছাকাছি …
আমিতো আছি আলোয়
কী করে দেখব
অন্ধকারে আছে কে…
তবে আমাকে নিয়ে যাবে নাতো
ওইখানে, যেখানে মুহূর্তে স্বাপ্ন সুখ
হবে অর্থহীন
আগামী সূর্য দেখতে পাবোতো …?
0 Comments