তালাশ

শিবাশিস দত্ত on

সেতুর রেলিং টপকে হাওয়া আসছে
বৃষ্টিশেষের কল্পনা নিয়ে এবার
অঢেল জঙ্গলে পৌঁছে যাব

প্রতিটি ফুলে আঠার মতো লেগে থাকে সুন্দরতা
তুমি পাপড়িপিছু সৌন্দর্যের তালাশ করো

একটা লোভী জীবনকে টিলার ওপর
দাঁড় করিয়ে রেখেছি
এও এক আন্তর্জাতিক আবেগ
অন্ধ চোখের মণি নিয়ে সেমিনার হবে,
তাতে এ জাতীয় কথাও হবে
তার আগে আমি কুৎসিত ধরনের হাসিটা
ভুলতে চাই
গন্ধহীন ধোঁয়া সম্পর্কে আমি এখন মোহহীন।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শিবাশিস দত্ত

তিন দশকেরও বেশি সময় পত্রিকা সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কবিতার বই (কুয়াশা রঙের চোখ) এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এ যাবত প্রকাশিত বই: সাত সতেরো(রিপোর্টাজধর্মী লেখার সংকলন), আত্মদর্শিনী (গল্পের বই)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।