জার্নি
দু’হাতে নিকট ঠেলে ছুটে যাচ্ছে ভাঙা রেলগাড়ি –
ঝাপসা দিগন্তে নাচ সাঁওতাল মেয়েদের, মাথা
জূড়ে দ্রিমদ্রিম মাতাল মাদল, চব্বিশের মেয়ে
তখনি শুধোয় যদিঃ ভাল আছো? কী বলব
তকে? শীতকাল। গাছে গাছে প্রকট কঙ্কাল, দূরে
কথাও লুকানো এক বদমাশ কোকিলের শিস—
কানে বাজে অবিকল সদাশিব অম্রপুরকরঃ
বিকেলের ছাদ ঘিরে চোখজ্বলা সবুজ আবীর
তোমাকে ছোঁবে না আর। তুমি নাও দীর্ঘশ্বাস, হিম
কারশেড!
0 Comments