জার্নি

স্বপন হালদার on

দু’হাতে নিকট ঠেলে ছুটে যাচ্ছে ভাঙা রেলগাড়ি –
ঝাপসা দিগন্তে নাচ সাঁওতাল মেয়েদের, মাথা
জূড়ে দ্রিমদ্রিম মাতাল মাদল, চব্বিশের মেয়ে
তখনি শুধোয় যদিঃ ভাল আছো? কী বলব
তকে? শীতকাল। গাছে গাছে প্রকট কঙ্কাল, দূরে
কথাও লুকানো এক বদমাশ কোকিলের শিস—
কানে বাজে অবিকল সদাশিব অম্রপুরকরঃ
বিকেলের ছাদ ঘিরে চোখজ্বলা সবুজ আবীর
তোমাকে ছোঁবে না আর। তুমি নাও দীর্ঘশ্বাস, হিম
কারশেড!

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


স্বপন হালদার

নাম :স্বপনরঞ্জন হালদার। কবিতায় ব্যবহৃত নাম:স্বপন হালদার। জন্ম :17- 02-54, পেশা :অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক। বাসস্থান :গাঁড়াপোতা, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা । কবিতার বই :মাঝখান থেকে ক'লাইন, জগন্নাথের স্যালুট । গল্পের বই :প্রকাশ্য দিবালোকে পাকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফটাফট কাপড়চোপড় খুলে ফেলছিল যে যুবতী পাগলিটা । শখ :নাট্যচর্চা । পছন্দ :গল্প লেখা।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।