কুহকিনী

শঙ্খশুভ্র পাত্র on

ওই যে জাগালে হেসে, ঢেউ হয়ে অস্থির, তুমুল…
চোখে-চোখে ছুঁয়ে দিলে দুরুদুরু কবিতা আমার
সেই শুরু ভালবাসা, মনে-মনে পলাশ-শিমুল
বসন্ত রঙিন — কুহু — সুরে যেন ধ্রুপদ-ধামার…

তোমাকে বলিতে চাই, নিরিবিলি, কাছে এলে দীপ
প্রজ্জ্বলিত শিখাটির পানে চেয়ে খুশি সেই প্রাণ
নিবিড় তমসা ভেদে — আমি সে-অভেদ, সদাশিব
মাথায় রেখেছি চাঁদ, আশীবিষ, সে তোমার দান ৷

আমাকে লেখাও জাদু, দূরতর দ্বীপ — দারুচিনি
তোমাকে চেনার ছলে নদ-নদী, মরুভূ, সাগর
একাকার করে দিতে ইচ্ছে হয় — তুমি কুহকিনী
কী তুক শিখেছ — সুখ — সেজে ওঠে সনেটের ঘর ৷

সে-গৃহে একাকী আমি — একতারা, আউলবাউল
ওই যে জাগালে হেসে ঢেউ হয়ে অস্থির, তুমুল…


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শঙ্খশুভ্র পাত্র

শঙ্খশুভ্র পাত্র (জ. ১৯৬৩, পূর্ব মেদিনীপুর )। পেশা শিক্ষকতা ৷ প্রকাশিত কবিতার বই : সাদা পাতার শোলোক (পত্রলেখা), নিজের ফুলের নামে (আলো প্রকাশন ), আত্মার সাক্ষাৎকার (সিগনেট প্রেস ) ইত্যাদি ৷ পেয়েছেন নয়ন পুরস্কার (২০০৫), ঋষি বঙ্কিম স্মারক সম্মান (২০০৭),সৃজন সম্মাননা (২০১৪),খড়্গপুর সরস্বতী ফাউন্ডেশান সাহিত্য সম্মান (২০১৯) ইত্যাদি ৷

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।