কাকতাড়ুয়াকে
আজ এখানে সূর্যোদয় কিভাবে হবে জানা যায়নি তবু
অনিবার্য ছিল হয়তো ধোঁয়া ছিন্ন ভোরের প্রস্থান
একটু পরে গড়িয়ে যাবে আবহাওয়া দুপুরের শ্মশানে
মানুষগুলো মিলিত হবে বৈপরীত্য আলিঙ্গণে তবু
শুনেছি তারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে সাদা কান্নার মতন
বক্রপথ, আদিম ঘাম অভিযুক্ত হয়ে যাচ্ছে সব
প্রাত্যহিক জীর্ণ কিছু ডায়েরী শ্বেত খুজে নেয় পতন
স্বপ্নকণা নিভে যাচ্ছে বন্ধু খুব, ঘুরিয়ে দাও নব
শীতকাতুরে পরিযায়ীরা কোথায় যায়, কোথায় বাসা বাঁধে
কোন বন্ধু আবার তারা পটিয়ে নিতে পারে, পরের কাঁধে
চড়ে কে ঘোরে আসমুদ্র, নীল জোছনা দেখে কে ভয় পায়
ফসল ক্ষেত ফেলে ক্লান্ত অ্যান্টিনার তারে কেন লাফায়
নিরীহ পাখি, তুমি কি জানো সর্ষেক্ষেত, কেন কাকতাড়ুয়া
আজ তোমার পাশে আনত থেকেছে, সেকি সত্যিই ভাঁড়ুয়া ?
0 Comments