কবিতা

প্রীতম মজুমদার on

কবিতা মানে কাফকা
কবিতা মানে…… নিশ্চিন্দিপুর,
সুখী-গৃহকোনের কোন স্থান নেই সেখানে

যে কবি পর্যটক, যে কবি অধ্যাপক
অর্থসৃষ্টিকারী ভ্রমনের পর আমরা সব
বনিকের মতো লোভনীয় জীবন

অর্থ নিয়ে ঘরবাড়ি, অর্থ নিয়েই তিনকড়ি
কবিতা লেখা হয়, লিখে যাই আমি
লিমেরিকের মতো আশ্চর্য সব কাব্যপদ

শব্দের লুকোচুরি, বৈজ্ঞানিক কারুকুরি
অথবা পুরোনো রোমান্টিক ঘরবাড়ি
যেখানে পুরোনো প্রেমিকারা আর থাকে না

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


প্রীতম মজুমদার

নব্বইয়ের দশকের প্রথমে সীমান্ত ও কাটাঁতারের শহর বালুরঘাটে বেড়ে ওঠা। স্কুলের পড়াশুনা বালুরঘাটেই, তারপর আই আই টি মাদ্রাজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর, বর্তমানে গবেষণার সাথে যুক্ত।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।