এ- বসন্তে
বসন্তের রাত্রি এলে কারা যেন আসে চুপিসাড়ে
ভাঙচুর চালাতে,
বিরতিহীন যুদ্ধ চলে রাতের পর রাত ধরে।
আগুন জ্বলে মনের ভেতর। বেদনার উত্তাপ
ভস্ম করতে থাকে,
একটু একটু করে সমস্ত ভালোলাগাটুকু….
বাইরের পৃথিবী উপহার দেয়
বিরক্তির নিদারুণ অসুখ। আমি একটিবার শুধু
উড়ে যেতে চাই জোনাকির মতো,
উড়ে যেতে চাই ঘুমপাড়ানি পাহাড়ের বুকে ।।
0 Comments