এ- বসন্তে

তপন এম চিশতী on

বসন্তের রাত্রি এলে কারা যেন আসে চুপিসাড়ে
ভাঙচুর চালাতে,
বিরতিহীন যুদ্ধ চলে রাতের পর রাত ধরে।

আগুন জ্বলে মনের ভেতর। বেদনার উত্তাপ
ভস্ম করতে থাকে,
একটু একটু করে সমস্ত ভালোলাগাটুকু….

বাইরের পৃথিবী উপহার দেয়
বিরক্তির নিদারুণ অসুখ। আমি একটিবার শুধু
উড়ে যেতে চাই জোনাকির মতো,
উড়ে যেতে চাই ঘুমপাড়ানি পাহাড়ের বুকে ।।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


তপন এম চিশতী

জন্ম এবং মূল বাসস্থান মুর্শিদাবাদে, এখন কোলকাতা নিবাসী। শিক্ষাঃ জলপাইগুড়ি গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পাশ। লেখালিখির পাশাপাশি ফিল্মমেকিং এবং অভিনয়ের সাথে যুক্ত। কবিতা, প্রবন্ধ, উপন্যাস এবং স্ক্রিপ্ট লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিভিন্ন ম্যাগাজিন(অনলাইন এবং প্রিন্ট) এবং আনন্দবাজার পত্রিকায় লেখালিখি করেন। প্রথম কাব্যগ্রন্থ: "অনুভুতি", প্রকাশকাল ২০১৫ কোলকাতা বইমেলা।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।