আরেকটি প্রেমের কবিতা

দুদিন স্নান করিনি বলে তোমার বাড়িতে যেতে লজ্জা করে
পাপোশের পাশে জুতো খুলে রাখার সময় যদি তুমি গন্ধ পাও
আমার দুদিনের পুরোনো শরীরের !
লোকে বলে এসব আঁতলামো
আমি লোকের কথা শুনে তোমার বাড়িতে যাওয়া বন্ধ করে দিই
এখন আমি নিঃশব্দে চলে যেতে পারি করলা নদীর ধারে , নির্জনে
যেখানে মিস্ সেনের কথা মনে পড়েছিল সেদিন
নাটক দেখে ফেরার পথে কি অপূর্ব পদ্ধতিতে জড়িয়ে ধরেছিল
আমার হাত , শাড়ির আঁচলে তার , মায়ের গন্ধ পেয়েছিলাম –
এসব ভাবলে বড় আশ্চর্য লাগে – মনে হয়
ফলের বীজ পেটের ভেতর চলে গেছে –
শৈশবে মায়ের সাবধান বাণীর মত
সারা শরীর ফেঁটে বৃক্ষ বেরিয়ে আসতে চাইছে ধীরে ধীরে
0 Comments