অপেক্ষা

কাছের মানুষ, এই সান্ত্বনা তোমাকে
সমুদ্র-সকাল করবে, জলে অর্ধকোমর নামানো
দীর্ঘ স্নান শেষ, এত উজ্জ্বল উদয়গাত্র থেকে
আঁচল ছড়িয়ে যাবে, সামান্য জবাব। হায়!
সামান্য সামান্য অপস্রোত
এত অসামান্য নয় অসামান্য ঘোষিত বিনয়
এত তবেদারি নেই শীতের আগুন, খাজনা
সঙ্গমের আগে
সম্ভাব্য আঘাত, একা, ভীষণ ঔদ্ধত্যে থাকো চুপ
শীৎকারের চেয়ে তীব্র অকৃত্রিম স্বরে
অর্ধসফলতা দেখতে ভিড় করবে সফলতা, নিহত উদ্যম
0 Comments