অপেক্ষা

গৌরাঙ্গ মণ্ডল on

কাছের মানুষ, এই সান্ত্বনা তোমাকে
সমুদ্র-সকাল করবে, জলে অর্ধকোমর নামানো
দীর্ঘ স্নান শেষ, এত উজ্জ্বল উদয়গাত্র থেকে
আঁচল ছড়িয়ে যাবে, সামান্য জবাব। হায়!
সামান্য সামান্য অপস্রোত

এত অসামান্য নয় অসামান্য ঘোষিত বিনয়
এত তবেদারি নেই শীতের আগুন, খাজনা
সঙ্গমের আগে

সম্ভাব্য আঘাত, একা, ভীষণ ঔদ্ধত্যে থাকো চুপ
শীৎকারের চেয়ে তীব্র অকৃত্রিম স্বরে
অর্ধসফলতা দেখতে ভিড় করবে সফলতা, নিহত উদ্যম

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


গৌরাঙ্গ মণ্ডল

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এম.এ. পরীক্ষায় (বাংলা) উত্তীর্ণ। বাঁকুড়া শহর থেকে কিছু দূরের একটি গ্রামের বাসিন্দা। জন্ম- ৪ ঠা এপ্রিল, ১৯৯৬. দুটি কাব্যগ্রন্থ "পুংজন্ম" (তবুও প্রয়াস প্রকাশনী) ও "ভুল রমণের সূত্র" (ঋতভাষ প্রকাশনী) প্রকাশিত হয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।