পত্রিকা
আমার একটি কবিতা
তোমার ডানহাতে স্থান পেয়েছে,
দুহাত এক করেছ,রান্নাঘরে
হলদি বাটছ
আমার দুটি কবিতা
তোমার দুকর্ণে ছেপেছে
শব্দ পাচ্ছ ঘূর্নিঝড়ের?
আমার আরো দুটি কবিতা
তোমার দুপায়ে আদর করছে
ভাবছ জীবন উভচরের…
আমার কিছু কবিতা তোমার বুকে অনন্তকাল
রাখছে ক্ষুধা
দুধের বাগান, চাঁদের বাতি
চলকে পড়ে, রাত বসুধা…
ঘুম কবিতা মদের মতো
জন্ম- জীবন, ছাপছে তোমার যোনির মুখে
কে সম্পাদক
ধন্য লিখি পত্রিকাতে…
0 Comments