আত্মপরিচয়
সামান্য কিছু লাভ কুড়োবার পর মনে হয়
মরণ বুঝি বা কিছুটা পিছিয়ে গেল
জীবন যেন ট্রেতে সাজানো
রংবেরঙের নানা ঝিনুক
ক্লান্তি-উপত্যকা পেরিয়ে এসেছো
এবার কোন পথে যাবে?
অনেক সম্ভাষণ তো হল–সমস্ত বিলাপ আর
খনিজ উদ্বেগ উঠোনের প্রান্তে নামিয়ে রাখো
আহা রে জীবন– হাওয়ার পিঠে চেপে
কী কাণ্ডই না করছো
ফের আসমান ঘোরো, সাগরে নামো
ডিমে-তা-দেওয়া দুশ্চিন্তাগুলো
কোনকালে ছিল না হে!
কবুল করো, মনেপ্রাণে তুমি আজও পৌত্তলিক।
0 Comments