ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন
পায়েলী ধর
জন্ম তারিখ ও স্থানঃ ১৯৮৯ সালের ২৩শে ফেব্রুয়ারি, শিলিগুড়িতে । বাসস্থানঃ হাবড়া, উত্তর ২৪ পরগনা। শিক্ষাঃ ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনঃ শিক্ষিকা। বহু ইংরাজি মাধ্যম স্কুলে পড়ানোর পাশাপাশি আবৃত্তি শিক্ষিকা হিসেবেও কাজ করেছেন, করছেন। লেখা ছাড়া অন্যান্য মাধ্যমঃ হস্তশিল্প, নাচ, গান এবং আবৃত্তি। পছন্দের শাখাঃ মুলত কবিতা। তবে 'কাব্য ডায়েরি' নামে এক নতুন সাহিত্য শাখায় লিখতে স্বাচ্ছন্দ বোধ করেন। প্রকাশিত বইঃ 'অনির্বিৎ ঈশ্বরেরা'। অন্যান্য যেসব পত্রিকায় লিখেছেনঃ সানন্দা, উনিশ কুড়ি, উত্তরবঙ্গ সংবাদ, উত্তরের কবিমন, কবিতা ক্যাম্পাস, কবি সম্মেলন, মল্লার, পদ্য, আরও অসংখ্য। প্রাপ্ত পুরস্কারঃ উত্তরবঙ্গ সংবাদ সাহিত্য পুরস্কার, বিধান নগর কালচারাল সোসাইটি থেকে কবি সম্মাননা, বাংলাদেশ বিশ্ব সাহিত্য পরিষদ থেকে কবি সম্মান প্রভৃতি।
0 Comments