তিনটে কবিতা
১.
ডাস্টবিনে, আঁস্তাকুড়ে
ভাত খুঁজছে লেনিন কোনও
ট্যাক্সি এসে মেয়ে তুলছে
কানুন তোর হাত গুটানো
মায়ের চোখে মাতাল স্বামী
মুখের কাছে শুকনো ঠোঁট
বাচ্চাগুলো ভাত খুঁজছে
মাইক বলছে আবার ভোট
ভোট এলেই রাজার ভোজ
স্কুল মাঠে লম্বা ভিড়
বড্ড জ্বালা খিদের থাবা
বুঝবে কবে রাজা-উজির
ও উজবুক,বুঝবি কবে ?
ভোট এলেই উড়বে টাকা
সারা মুলুক চুলোয় যাক
রাজ্য মানেই কলকাতাটা
২.
রঙ যখন লাগল গালে
গাছের ডালে
কোকিল কেন মুখ ফেরাল
রঙ যখন শূন্যস্থানে
গলির কোনে
আবার কেন খুঁজতে এল
খুঁজতে এল আবির মাখা
জড়িয়ে থাকা
সুখের ছোঁয়া অনুভূতির
আজকে আমি রঙের দেশে
একলা বসে
নিজের গালে মাখছি আবির
কোথায় গেলে দুপুর রোদে
একটু কেঁদে
হালকা হবে পাগল মন
চোখের জলে যাচ্ছে ধুয়ে
আবির ছুঁয়ে
কে ভাঙাবে এ অনশন ?
৩.
এমন ভাবে বিকেলগুলো
হারিয়ে যাবে
ধুলোর ঝড়ে ?
একেকদিন কবিতা লিখে
শুনিয়ে গেছি
রঙ বাহারে
সব তাহলে মিথ্যে হল
সামনে বসে
প্রথম দেখা
তুমি তখন গঙ্গা ফড়িং
নদীর বুকে
সাঁতার কাটা
কথার ভাঁজে রবিঠাকুর
কখন এসে
পাতত পিঁড়ি
তোমার পাশে আমি এখনও
হেঁটে চলেছি
আকাশসিঁড়ি
বৃষ্টি ঝরে পড়তে দেখে
ভিজিয়েছিলে
পায়ের পাতা
সেই মেয়েটা নৌকো করে
ভাসিয়ে দিলে
গানের খাতা
বলতে গেলে রাগ দেখাও
ফিরিয়ে নাও
টুকরো রাগ
জলের নিচে ক্লান্ত পাথর
আমার মতই
ভিজতে থাক ।
0 Comments