শ্রীখোল

পুশকিন চক্রবর্ত্তী on

shreekhol

সারাদিনের পরিকল্পনা ফিরে এল ব্যর্থ হয়ে। কড়া নাড়তে নাড়তে বলল- এখনও ভালো বায়না হয়নি’রে।

-জল খাবারের জন্যও সাধল না তোমার ম্যানেজার?

-একবার জিজ্ঞেস করেছিল, তবে…

-তবে! তবে কি?

-ওদের ঘরেই এতগুলো মাথা, ও রুটি খেলে জিভ পুরত;

-তাহলে কি আশা করেছিলে? ফিরে এসে খিদে সেঁকবে? তুমি জানো একবেলার বেশী আমি না খেয়ে থাকতে পারি না, বাপের ঘরে সে অভ্যাস আমার ছিল না।

-আহ্‌…আসতে, খোকা ঘুমচ্ছে!

-আর পেটের ভেতরে যে’টা জাগছে, সেটাকেও ঘুম পাড়িয়ে দেই বল?

-কীর্তনের দলটা এভাবে ভেঙে যাবে আমি কি জানতাম?

বলাইটা কোলকাতার কোন গানের দলে ভিড়ে গেল, …ভেবেছিলাম এই শীতে বায়না পেলেই নতুন টালি বসাবো।

-তা তুমি গেলে না কেন কোলকাতা? শম্পাদি বলছিল বলাইদা সপ্তাহে দু’শো করে পাঠায়, একটা নতুন উনুনও করেছে দেখলাম।

-নতুন উনুনে কি ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয় বউ!

-আর তোমার ভাঙা উনুনে সকাল থেকে জল সেদ্ধ হচ্ছে!

-চাল একদম নেই?

-কাল অবধি চলে যাবে টেনে-টুনে। কচুর শাক করেছি; লঙ্কা কামড়ে খেয়ে নেবে চলো।

-গরম ভাত, কচুর শাক লঙ্কা দিয়ে-এ তো রাজার খাওয়া! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।

-এতো কৃষ্ণ নাম করো , এই তো তোমার কৃষ্ণ রেখেছে আমদের; তুমি যাওনা গো কোলকাতা, বলাইদা কে ধরে একটা গানের দলে জায়গা পাও কি না দেখ।

-বলাই বলেছিল বটে, কোলকাতায় আমাদের গানের ভালো চাহিদা; কিন্তু কি সব যন্ত্র-টন্ত্রের সাথে গাইতে হয়, লাইট,বড় বড় সাউন্ড বক্স, নিজের গলাই নাকি কানে শোনা যায় না মাঝে মাঝে। অত যন্ত্রের ভিড়ে আমি অন্তত কৃষ্ণকে পাব না, আর কৃষ্ণ কে না দেখল আমি তো গাইতে পারি না…. তুই জানিস। অষ্টপ্রহর কীর্তন হবে, খোল-করতাল বাজবে, হরির লুঠ হবে, তবেই আমি গাইতে পারি। কৃষ্ণপ্রেম ছাড়া কীর্তন হয় না কি! সারারাত গাইলেও তখন আমার ক্লান্তি আসে না, গলা ধরে না।

-বলাইদা তো ঠিক পারছে, যন্ত্রকে এত ভয় পাও কেন?

-ভয় ঠিক না, শুধু মনে হয় জোড়ালো শব্দের ভিড়ে যদি প্রেমটা হারিয়ে যায়!

-বড্ড সেকেলে প্রেম তো!

-কত কষ্টে বাপটা আমায় ‘হরি বোল’ শেখালো, তোর মধ্যে পেলাম বৃন্দাবন রস, খোকার মধ্যে গোপালকে। কোলাকাতা শহরে মাটি নাই, পা ফেললে যদি মাটি না পাই…

গানে সুর লাগে না আমার।

-থাক আর পিরিত দেখাতে হবে না; তাড়াতাড়ি চান টা সেরে এস, ভাত ঠান্ডা হলে কচু গলা দিয়ে নামবে না তোমার।

– তুই চিন্তা করিস না বউ, বাপ-ঠাকুরদা কীর্তন করেই বেঁচে খেল আমাদেরও চলে যাবে। হরিদেবপুরে শুনলাম তিন দিন ধরে পালা হবে, নতুন নতুন কীর্তনের দল আসছে, এ রাধেশ্যামের একটা জায়গা ঠিক হয়ে যাবে, পেটে এবার মনে হয় তুই লক্ষ্মী ধরেছিস বউ, এই রাধেশ্যামের ঘরে শ্রী ফিরবেই।

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


পুশকিন চক্রবর্ত্তী

জন্ম উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। উচ্চশিক্ষার জন্য কোলকাতায় আগমন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতক (২০০৭) এবং স্নাতকোত্তর পাঠ (২০০৯)। তারপর কোলকাতার ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দি কাল্টিভিশন অফ সায়েন্স থেকে অর্গানিক কেমিস্ট্রিতে ডক্টরেট (২০১৫)। পোস্ট- ডক্টরাল অভিজ্ঞতার জন্য চীনের ফুযিয়ান প্রদেশে দুই বছরের বেশী সময় কাটানো। বর্তমানে কলকাতায় এক বেসরকারি কোম্পানিতে কর্মরত। ছোটবেলা থেকে স্বতন্ত্র লেখালেখির উপর ঝোঁক। প্রথম কবিতা প্রকাশ ইয়ুথ পোয়েট্রি ফেস্টিভ্যাল (সৃজন, ২০০৮)। এছাড়াও বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে লেখালেখির সাথে যুক্ত। লেখা ছাড়া অন্য যে বিষয়ে আগ্রহিঃ বাঙালী রান্না করা, ব্যাডমিন্টন খেলা, ভালো ছবি দেখা। কোন শাখায় লিখতে পছন্দ করেনঃ কবিতা, অনুগল্প। অন্য কোনো পত্রিকায় লিখলে তার নামঃ মায়াজম পত্রিকা (অনলাইন/প্রিন্ট), কালকূট পত্রিকা (অনলাইন)।