ক্ষুধার নামে দু’কথা

মানস চক্রবর্ত্তী on

khudhar_naame_du_kotha

আটক যা কিছু খুলতে খুলতে তুমি আটকে গ্যালে আর তোমার চলা তাও আটকে থাকলো বিশ্বাসে অবিশ্বাসে তোমার শিরদাঁড়া দিয়ে নেমে যাওয়া আর ছড়িয়ে যাওয়া রিসেপ্টরে কেবল ক্ষুধা ক্ষুধা ক্ষুধা

চলতে চাইছো না আসলে নিজেকে বয়ে নিয়ে ফেলতে চাইছো আরেকটু নরম আরেকটু কম কষ্টের কাছে যেখানে তোমার মা বসে আছে তার চোখে অপেক্ষা জমিয়ে

চোখে নজর নেই হিলহিল করে পথ ঢুকে যাচ্ছে দৃষ্টিতে কী নির্মম সেখানে আনাচে কানাচে ডুবে যাওয়া সংসার প্রতিহিংসায় তছনছ হতে হতে হতে হতে একটা ভাঙা সেতু গড়ে ফেলছে

তোমার মা’র জন্যে একটা ছেঁড়া কানি ঠেস দেবার মতো দু থাক বালিশ আর খেয়েছে কী খায়নি মনে রাখতে না পারা একটা রাতের মতো দিন রেখে চলো আমরা মোচ্ছবের মাঠে যাই

চলো চলি মিথ্যে নিয়ে স্বর্গ স্বপ্ন ছড়িয়ে আঁশটে করে দিই সবাই বুঝুক বাঁচা আর মরা হাঁটা আর চলা থমকায় না

চলার ডাক নাম এই দুনিয়ায় ক্ষুধা ক্ষুধা ক্ষুধা


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


মানস চক্রবর্ত্তী

জন্ম: জয়নগর মজিলপুর । ১ নভেম্বর ,১৯৬১ । বাসস্থানঃ রবীন্দ্র নগর / বারুইপুর পেশা- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার , সিইএসসি । বই - সাম্প্রতিক দুজন , বিবিধ পংক্তি , ( কবিতা ) ; ছিপ নৌকোয় গলুই থাকে না ( গল্প) । পুরস্কার - যুব উৎসবে । লোকসখা সোসাইটি থেকে জেলার সেরা গল্পকার । পত্রিকা - ভোর ( অণুগল্পের কাগজ ) সম্পাদনা । নানান কাগজে লিখেছেন । কবিতা বেশী । গল্পও ।মুক্ত গদ্য , রম্য রচনা । কিন্তু অর্ডারি লেখা অপছন্দ । লেখালেখির বাইরে সমাজ কর্মী ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।