ক্ষুধার নামে দু’কথা
আটক যা কিছু খুলতে খুলতে তুমি আটকে গ্যালে আর তোমার চলা তাও আটকে থাকলো বিশ্বাসে অবিশ্বাসে তোমার শিরদাঁড়া দিয়ে নেমে যাওয়া আর ছড়িয়ে যাওয়া রিসেপ্টরে কেবল ক্ষুধা ক্ষুধা ক্ষুধা
চলতে চাইছো না আসলে নিজেকে বয়ে নিয়ে ফেলতে চাইছো আরেকটু নরম আরেকটু কম কষ্টের কাছে যেখানে তোমার মা বসে আছে তার চোখে অপেক্ষা জমিয়ে
চোখে নজর নেই হিলহিল করে পথ ঢুকে যাচ্ছে দৃষ্টিতে কী নির্মম সেখানে আনাচে কানাচে ডুবে যাওয়া সংসার প্রতিহিংসায় তছনছ হতে হতে হতে হতে একটা ভাঙা সেতু গড়ে ফেলছে
তোমার মা’র জন্যে একটা ছেঁড়া কানি ঠেস দেবার মতো দু থাক বালিশ আর খেয়েছে কী খায়নি মনে রাখতে না পারা একটা রাতের মতো দিন রেখে চলো আমরা মোচ্ছবের মাঠে যাই
চলো চলি মিথ্যে নিয়ে স্বর্গ স্বপ্ন ছড়িয়ে আঁশটে করে দিই সবাই বুঝুক বাঁচা আর মরা হাঁটা আর চলা থমকায় না
চলার ডাক নাম এই দুনিয়ায় ক্ষুধা ক্ষুধা ক্ষুধা
0 Comments