সম্পাদকীয়
কবিতার খোঁজে গলি থেকে রাজপথ
◆ মেধাবী জিন ও কবিতার ভ্রুণ “কৌটোর মাংসের মতো সুরক্ষিত তোমার প্রতিভাউদ্ভাসিত করেছিল ভবিষ্যৎ, দিকচক্রবাল” – বিনয় মজুমদার প্রতিভা যতদিন সুরক্ষিত থাকে ততদিনই মাংসের ঘ্রাণ। তা কতটা ভবিষ্যত কে উদ্ভাসিত করবে তা বলা হয়তো সময়ের হাতে। তবু এই কৌটোর মাংসই তো শক্তি যোগান দেয় প্রতিকূল অবস্থায় একজন শব্দ সৈনিককে। কবিতার আরও পড়ুন…