কবিতা
তৈমুর খান-এর একগুচ্ছ কবিতা
মৎস্যগন্ধার দেশে আমার বিকেল নিয়ে চলে যাচ্ছে কারা ?ব্যস্ত শহরের এককোণে বসে আছিগ্রাম থেকে উড়ে আসা কাক —সঙ্গে সেই মফস্বলী হাওয়াখালিগায়ে রোদ মেখে নেওয়া এসব ভাবে না শহরলোহার মানুষ হাঁটে দ্রুতঅথবা প্লাস্টিকের রমণীসোনার বিস্কুট খায়পিতলের ছেলে মেয়ে জীবিকার ছিপ হাতে সারাদিন কাটেকংক্রিটের জলে বিকেল ডুবে যায়একটাও স্নেহের মাছ নেইমৎস্যগন্ধার দেশে আরও পড়ুন…