কবিতা
সৌমাল্য গরাই-এর দু’টি কবিতা
রাক্ষস কথা প্রত্যেক রাত্রিতে আমি রাক্ষসটিকে ছেড়ে দিয়ে আসি গ্রহাণুপুঞ্জের ঘরে। নীল হয়ে যায় আচ্ছন্ন আকাশ, শবদেহ ফুটে ওঠে তারায় তারায়। দূর কালো মেঘে চাঁদ তার নারীটিকে খায়, এবং পুরুষ হয়, নরম আগুনে রান্না করে জন্মাঙ্গ। এক আদ্যাশক্তি মহাবিদ্যা দিয়ে রাক্ষসকে প্রাণপণে সৃষ্টি করে। প্রবল ঘূর্ণির মুখে পড়ে বাতাসেরা ঘোড়া আরও পড়ুন…